আফতাব আহমেদ থেকে রিশাদ: বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে ‘ফাইফার’-এর গল্প
আফতাব আহমেদ থেকে রিশাদ: বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে ‘ফাইফার’-এর গল্পরিশাদ হোসেন ১৮ অক্টোবর মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তার ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট (৬ উইকেট ৩৫ রানে) অর্জন করেন। তার এই দুর্দান্ত পারফরম্যান্সের কল্যাণে বাংলাদেশ সহজেই ম্যাচটি জেতে। একইসঙ্গে রিশাদ হয়ে যান বাংলাদেশের ১৫তম বোলার, যিনি ওয়ানডে ক্রিকেটে পাঁচ উইকেট নিয়েছেন। তার আগে পর্যন্ত বাংলাদেশের বোলাররা মোট ২৫ বার ওয়ানডেতে পাঁচ উইকেট নিয়েছেন।
🏏 আফতাব আহমেদ: বাংলাদেশের প্রথম ‘ফাইফার’
বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে প্রথম পাঁচ উইকেট পেতে সময় লেগেছিল দীর্ঘ ১৮ বছর। ১৯৮৬ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলার পর থেকে ২০০৪ সাল পর্যন্ত কোনো বাংলাদেশি বোলার এমন কীর্তি গড়তে পারেননি।
আর আশ্চর্যের বিষয় হলো, এই ঐতিহাসিক মাইলফলকটি এসেছিল একজন পার্টটাইম মিডিয়াম পেসারের হাত থেকে — আফতাব আহমেদ, যিনি মূলত তার হার্ড-হিটার ব্যাটিংয়ের জন্য বেশি পরিচিত।
২০০৪ সালের ৫ নভেম্বর, ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে আফতাব ১০ ওভারে ৩১ রানে ৫ উইকেট নেন। তার শিকারদের মধ্যে ছিলেন তখনকার কিউই তারকারা — নাথান অ্যাস্টল, হ্যামিশ মার্শাল, স্কট স্টাইরিস, ক্রেইগ ম্যাকমিলান ও ব্রেন্ডন ম্যাককালাম।
মজার ব্যাপার হলো, আফতাব পুরো ওয়ানডে ক্যারিয়ারে (৮৫ ম্যাচ) এই ৫ উইকেট ছাড়াও আর মাত্র ৭টি উইকেট নিতে পেরেছিলেন।
🌊 মুস্তাফিজুর রহমান: রেকর্ডধারী ‘ফিজ’
বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড মুস্তাফিজুর রহমানের দখলে। ১১৪ ম্যাচে তিনি পাঁচবার ‘ফাইফার’ নিয়েছেন।
২০১৫ সালে ভারতের বিপক্ষে অভিষেক সিরিজেই তিনি বিশ্ব ক্রিকেটে ঝড় তোলেন — প্রথম ম্যাচে ৫ উইকেট, পরের ম্যাচে আরও ৬ উইকেট।
মুস্তাফিজুর ভারতের বিপক্ষে তিনবার, পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে একবার করে পাঁচ উইকেট নিয়েছেন।
🌀 স্পিনারদের মধ্যে রাজ্জাক ও সাকিব
বাংলাদেশের দুই স্পিন কিং — আব্দুর রাজ্জাক ও সাকিব আল হাসান — দুজনই ওয়ানডেতে চারটি করে ‘ফাইফার’ নিয়েছেন।
রাজ্জাক তিনটি নিয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে ও একটি শ্রীলঙ্কার বিপক্ষে।
সাকিব নিয়েছেন দুটি জিম্বাবুয়ের বিপক্ষে, একটি ভারতের বিপক্ষে এবং একটি আফগানিস্তানের বিপক্ষে।
💥 টাসকিনের অভিষেকের ফাইফার
টাসকিন আহমেদও দুইবার ওয়ানডেতে পাঁচ উইকেট নিয়েছেন — ভারতের ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
মুস্তাফিজুরের মতো তিনিও অভিষেকেই ঝলসে উঠেছিলেন। ২০১৪ সালে ভারতের বিপক্ষে অভিষেকে ২৮ রানে ৫ উইকেট নিয়ে ভারতকে অলআউট করে দেন ১০৫ রানে।
যদিও বাংলাদেশ সেই ম্যাচে ৪৭ রানে হেরে যায়, টাসকিনের সেই পারফরম্যান্স আজও ভোলেনি কেউ।
🎯 একবারের ‘ফাইফার’ বীরেরা
যেসব বাংলাদেশি বোলার ওয়ানডেতে একবার করে পাঁচ উইকেট নিয়েছেন —
মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, আবু জায়েদ, জিয়াউর রহমান, তানভির ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও ফরহাদ রেজা।
রিশাদ হোসেন এখন এই অভিজাত তালিকায় সর্বশেষ সংযোজন।
🌍 আন্তর্জাতিক ক্রিকেটে ফাইফার কিংবদন্তিরা
ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড পাকিস্তানের কিংবদন্তি ওয়াকার ইউনুসের — ২৬২ ম্যাচে ১৩ বার।
দ্বিতীয় স্থানে আছেন শ্রীলঙ্কার স্পিন জাদুকর মুরালিধরন, ৩৫০ ম্যাচে ১০ বার।
আধুনিক যুগের পেসারদের মধ্যে মিচেল স্টার্ক, ব্রেট লি ও শহিদ আফ্রিদি — প্রত্যেকেই ৯ বার করে ‘ফাইফার’ নিয়েছেন।
লাসিথ মালিঙ্গা নিয়েছেন ৮ বার।
আরও পড়ুন:

Post a Comment