বিগ ব্যাশে খেলবেন বাবররা, বিপিএলেও দেখা মিলতে পারে!
গত মাসেই বিদেশি টি–টোয়েন্টি লিগে অংশগ্রহণের জন্য পাকিস্তানি ক্রিকেটারদের অনাপত্তিপত্র (এনওসি) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছিল পাকিস্তান ক্রিকেট বোরগত মাসেই বিদেশি টি–টোয়েন্টি লিগে অংশগ্রহণের জন্য পাকিস্তানি ক্রিকেটারদের অনাপত্তিপত্র (এনওসি) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে পরিস্থিতি যেন বদলে যাচ্ছে।
খবরে বলা হয়েছে, আগে যারা এনওসি পেয়েছিলেন, তারা সবাই বিগ ব্যাশে খেলতে পারবেন। তবে পাকিস্তানি ক্রিকেটাররা শুধু বিগ ব্যাশেই অংশ নিতে পারবেন, নাকি অন্যান্য লিগেও খেলতে পারবেন— সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানায়নি পিসিবি।
জিও নিউজ আরও জানিয়েছে, যেসব ক্রিকেটারের বৈধ চুক্তি ও পূর্বানুমতি রয়েছে, তাদের ক্ষেত্রে নিয়মের বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
এবারের বিগ ব্যাশ শুরু হবে ১৪ ডিসেম্বর এবং চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। একই সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে **বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)**ও। তাই যদি পিসিবি ক্রিকেটারদের সব লিগে খেলতে অনুমতি দেয়, তাহলে বিপিএলেও দেখা যেতে পারে পাকিস্তানি তারকাদের।
কাছাকাছি সময়ে সংযুক্ত আরব আমিরাতেও শুরু হবে আইএলটি–টোয়েন্টি টুর্নামেন্ট, যার নিলামের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন ১৮ জন পাকিস্তানি ক্রিকেটার — তাদের মধ্যে নাসিম শাহ, সাইম আইয়ুব ও ফখর জামানের মতো তারকারাও আছেন।
এবারের বিগ ব্যাশে পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও শাদাব খান ইতিমধ্যেই দল পেয়েছেন।
বাবর আজমকে দলে নিয়েছে সিডনি সিক্সার্স, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে “বাবরিস্তান” নামে বিশেষ ফ্যান জোনও চালু করেছে। শাহিন আফ্রিদি খেলবেন ব্রিসবেন হিটে, রিজওয়ান মেলবোর্ন রেনেগেডসের হয়ে, হারিস রউফ মেলবোর্ন স্টার্সে, আর অলরাউন্ডার শাদাব খান সিডনি থান্ডারের হয়ে খেলবেন।
জিও নিউজ জানিয়েছে, বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজিগুলো পাকিস্তানি তারকাদের পেয়ে দারুণ উচ্ছ্বসিত। কিছু দল এমনকি নিজেদের মাঠে পাকিস্তানি খেলোয়াড়দের নামে বিশেষ ফ্যান জোন তৈরি করার প্রস্তুতিও নিচ্ছে।
আরও পড়ুন: আফতাব আহমেদ থেকে রিশাদ: বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে ‘ফাইফার’-এর গল্প

Post a Comment